শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত রাসেলের মৃত্যু

মুসবা তিন্নি : রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।পরে আহতদের একজন সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহতের নাম সানোয়ার হোসেন রাসেল।তিনি বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই।এছাড়া রাসেল মহানগর যুবলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।

রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের রাজা গ্রুপ ও সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।এতে দুই গ্রুপের ৫ কর্মী আহত হন।

এ ঘটনায় বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজা এবং তার ভাই রাসেল গুরুতর আহত হন। তাদেরকে ছুরিকাঘাত করা হয়।পরে তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে রাসেলের মৃত্যু হয়।

অন্যদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী সুজন গ্রুপের অন্তত ২ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়