শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ রুপি মুক্তিপণ আদায়

সাইফুর রহমান : কলকাতার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই জানায়, এ ঘটনায় গত রোববার কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই কর্মকর্তা জানান, বশির মিয়া নামে বাংলাদেশের ওই ব্যবসায়ীকে একদল লোক উত্তর চব্বিশ পরগণা জেলার হাবড়া এলাকার একটি অপরিচিত স্থানে জোর করে আটকে রেখে তার কাছ থেকে ৫০ লাখ রুপি আদায় করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ট্রিবিউন ইন্ডিয়া, বিজনেস স্টান্ডার্ড, টাইমস অব ইন্ডিয়া

স্ত্রীর জন্য কিছু গহনা কিনতে ডলার নিয়ে গত সপ্তাহে কলকাতায় গিয়ে ব্যবসায়িক কাজে শনিবার শিয়ালদা এলাকার একটি শপিং মলে কয়েকজন লোকের সঙ্গে দেখা করেন বশির। সেখানে সবাই মিলে দুপুুরের খাবার সেরে ব্যবসায়িক কাজে একজনের সঙ্গে দেখা করতে হাবড়ায় উদ্দেশ্যে ট্রেনে উঠেন। এজাহারে বলা হয়, হাবড়ায় পৌঁছার পর আসামিরা তাকে অপরিচিত জায়গায় নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে ফেলে ও চোখ ঢেকে দেয়। তাদের চাপে তিনি বাংলাদেশে বাবার কাছে ফোন করলে মুক্তিপণের জন্য ছয় লাখ রুপি পাঠানো হয়। এছাড়া তার কাছে থাকা ৪৪ লাখ রুপির বিদেশি মুদ্রাও অপহরণকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন বশির।

তদন্তকারী কর্মকর্তা জানান, অর্থ হাতিয়ে নেয়ার পর বশিরকে বাংলাদেশ-ভারত সীমান্ত পার করানোর জন্য দুজন দালালের হাতে তুলে দেয় অপহরণকারীরা। কিন্তু তিনি বিএসএফের কাছে ঘটনা প্রকাশের হুমকি দিলে দালালরা তাকে ছেড়ে দেয়। এঘটনায় তদন্ত শুরু চলছে এবং শপিং মলে যেখানে তারা খাওয়াদাওয়া করেন, তার ফুটেজও যাচাই করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। এনিয়ে উত্তর চব্বিশ পরগনা পুলিশের সঙ্গেও তাদের যোগাযোগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়