শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু ব্যাটিং নয়, এবার দলও চালাতে হবে মুমিনুলকে

আক্তারুজ্জামান : বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট হিসেবে বেশ নাম কুড়িয়েছেন মুমিনুল হক। তবে এবার ভারত সফরে শুধু ব্যাটিং নয়, দলের নেতৃত্বও দিতে হচ্ছে মুমিনুলকে। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় বাংলাদেশ দলের নেতৃত্বের ভার পড়েছে মুমিনুলের কাঁধে। তাই ব্যাটিংয়ের পাশাপাশি সমানতালে দলও চালাতে হবে তাকে।

আগামীকাল ইন্দোরে কোহলির সঙ্গে টস করতে নামলেই নামের আগে ‘অধিনায়ক’ শব্দটি যুক্ত হবে মুমিনুলের। তিনি হবেন বাংলাদেশের এগারোতম টেস্ট অধিনায়ক।

দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে বেশ উপভোগ করছেন মুমিনুল হক। কোনোরকম চাপ নয়, বরং দেশকে আরও বেশি দেওয়ার তাগিদ অনুভব করছেন তিনি। ‘এটা আমার জন্য অনেক রোমাঞ্চকর। খুব বড় একটা সুযোগ। এই সুযোগ হয়তো সবাই পায় না। সুযোগটা আমি খুব ভালোভাবে কাজে লাগাতে চাই। আর নেতৃত্ব যখন পেয়েছি তখন থেকে চাপের এই ব্যাপারটা কখনও অনুভব করিনি। অধিনায়কত্ব পাওয়ার আগে যেভাবে একজন ব্যাটসম্যান হিসেবে খেলছিলাম এখনও সেভাবে ব্যাটসম্যান হিসেবেই খেলব।’

টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর। দলে তাদের উপস্থিতি মুমিনুলের কাজটা সহজ করে দিয়েছে। তিনি নিজেও এটা স্বীকার করেছেন। ‘এটা আমার জন্য ভালো ব্যাপার যে, যাদের কথা বললেন তারা সবসময় আমাকে সহায়তা করে আসছেন। সিনিয়র দুই জনের সাহায্য পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

নিজের নেতৃত্বের দর্শনটা খুব কঠোর করছেন না মুমিনুল। সতীর্থদের উজ্জ্বীবিত রাখার কাজটা সারছেন অল্প কথায়। তিনি বলেন ‘দলের সবাই অনুপ্রাণিত। তারা সবাই পরিণত। ওদের যতটুকু বলা দরকার ততটুকু বললেই যথেষ্ট। তাই খুব বেশি কথা বলিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়