শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরের অসুস্থ কিশোরকে হত্যার দায়ে ২জনকে ফাঁসির আদেশ

খেলাফত হোসেন, পিরোজপুর : পিরোজপুরের একটি আদালত একজন অসুস্থ কিশোরকে হত্যার দায়ে ২জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, লিটন আকন (২৯) কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেনের পুত্র এবং সাহেদ সরদার (৩০) একই উপজেলার গোসনতারা গ্রামের মৃত. আইউব আলীর পুত্র।

বুধবার অপরাহ্নে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মমদ সামসুল হক এ আদেশ দেন। তবে রায় ঘোষণা কালে আসামি লিটন উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলো।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের মোফাজ্জেল আকনের পুত্র শহীদ আকনের ছেলে উজ্জল আকন (১৫) এর বুকের বাল্ব নষ্ট হওয়ায় চিকিৎসার জন্য আত্মীয় স্বজন ও স্থানীয় স্বজনদের কাছ থেকে ১২হাজার ৫০০টাকা সাহায্য পায়। ঐ টাকা অসুস্থ উজ্জল আকনের কাছেই জমা থাকে। ঘটনার দিন ৮জুলাই ২০১২ তারিখে সকাল ১০টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি লিটন আকন ও সাহেদ সরদার উজ্জলকে বাড়ি থেকে ডেকে কাউখালী বন্দরে ডেকে নিয়ে যায়।

এ সময় তারা উজ্জলকে ইট দিয়ে মাথায় পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে টাকা ছিনিয়ে নেয় এবং লাশ নদীতে ফেলে দেয়। এদিকে নিখোঁজের ৫দিন পর উজ্জলের লাশ কাউখালী সদরের আশপর্দি গ্রামের সুনীল মন্ডলের পানের বরজ সংলগ্ন একটা নালার মধ্য থেকে ভাসতে দেখে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা শহীদ আকন বাদী হয়ে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষে এপিপি জহিরুল ইসলাম এবং আসামী পক্ষে এ্যাড. মুনসুর উদ্দিন হাওলাদার মামলাটি পরিচালনা করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়