শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে অবশ্যই সবাইকে কর দিতে হবে, বললেন তথ্যমন্ত্রী

রাজু চৌধুরী, চট্টগ্রাম : স্বপ্নের বাংলাদেশ গড়তে নিয়মিত কর দেয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘সেরা করদাতা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের উন্নয়নের স্বপ্ন দেখছেন।তার স্বপ্ন হচ্ছে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে পুরোপুরিভাবে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা।

আর সেটা করতে হলে আমাদের অবশ্যই কর দিতে হবে।মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে তিনগুণ।কিন্তু সে হারে করদাতার সংখ্যা বাড়েনি।

মন্ত্রী আরও বলেন, যারা আজ সেরা কর দাতা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন।আর কর প্রদানকারীদের উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে উদ্যোগ গ্রহণ করেছে সেটিও প্রশংসনীয়। কারণ সেরা করদাতাদের এই সম্মাননা অন্যকেও উৎসাহিত করবে।’

বক্তব্য প্রদানের আগে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আয়কর মেলা উদযাপন কমিটির আহবায়ক কর কমিশনার (কর অঞ্চল-২) জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে ‘সেরা করদাতা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহাবুবুল আলম, চট্টগ্রাম কর আইনজীবি সমিতির সভাপতি জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর কমিশনার মো. ইকবাল হোসেন (কর অঞ্চল-১), মাহাবুবুর রহমান (কর অঞ্চল-৩), ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী প্রমুখ।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়