শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানকে মোকাবেলা করতে শতভাগ মনোযোগ দিয়ে খেলবে বাংলাদেশ, বললেন গোলরক্ষক রানা

রাকিব উদ্দীন : বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ও কাতারের বিপক্ষে হারলেও দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে তাদের রুখে দিয়ে নিজেদের যোগ্যতার জানান দিয়েছে জামাল ভ‚ঁইয়ারা। আগামীকাল ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এগিয়ে থাকলেও ওমানকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ। শক্তিশালী এই প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ছক কষা হয়েছে।

প্রথম তিন ম্যাচে যেসব ভুল-ত্রæটি করেছিল বাংলাদেশ, সেগুলো শুধরে নিয়ে মাঠে আরও ভালো খেলা উপহার দিতে চায় তারা, এমনটাই জানিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবং নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারলে ওমানের মাটি থেকে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারবেন তারা, ‘আমাদের শক্তিশালী ওমান দলের বিপক্ষে খেলতে হবে, যারা নিজেদের চেনা কন্ডিশনে খেলবে। তবে এই ম্যাচ থেকে কিছু পাওয়ার জন্য আমরা পুরো ৯০ মিনিট শতভাগ মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করব।’

এখন পর্যন্ত বাছাইয়ে একটিমাত্র গোল করেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভারতের মাটিতে লক্ষ্যভেদ করেছিলেন ফরোয়ার্ড সাদ উদ্দিন, তাতে ড্র নিয়ে ফিরেছিল ডের দল। ওমানের বিপক্ষেও ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন সাদ, ‘ওমানের কন্ডিশনের সঙ্গে এরই মধ্যে আমরা মানিয়ে নিয়েছি। সবাই ফিট এবং ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে গেল ম্যাচের মতো ওমানের বিপক্ষেও আমরা ইতিবাচক ফল বের করার আশা করছি। কোচ গেম-প্ল্যান নিয়ে কাজ করছে এবং আমরা ওমানকে মোকাবিলার জন্য তৈরি।’

উল্লেখ্য, ওমান ম্যাচকে সামনে রেখে দেশটিতে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। গেল ৭ নভেম্বর দেশটির পেশাদার লিগের শীর্ষ স্তরের দল মাস্কট ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল-সাদরা। সে ম্যাচে ৩-১ গোলে জিতে মূল লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসও যুগিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়