শিরোনাম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৭

মরিয়ম আদরী: দেশটির রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় বুধবার গাড়ি বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। ইয়ন নিউজ

আফগানিস্তান সরকারের মুখপাত্র নাসরত রহিমি জানায়, মঙ্গলবার সশস্ত্রগোষ্ঠী তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি ঘোষণা দেওয়ার মাত্র একদিন পর এই হামলার ঘটনা ঘটলো। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি মঙ্গলবার ঘোষণা দেন, দুইজন পশ্চিমা জিম্মিকে বন্দি করে বিনিময়ে তিনজন তালেবানকে মুক্তি দেয়া হবে। এই তিন তালেবানের মধ্যে আনাস হাক্কানির নামও অন্তর্ভুক্ত রয়েছে, যাকে ২০১৪ সালে বন্দি করা হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, বন্দি বিনিময়ের এ পদক্ষেপ আফগানিস্তানে সহিংসতার মাত্রা কমিয়ে আনতে পারে। সম্পাদনা: রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়