শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া, বললেন গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু এখনো টি-টোয়েন্টির শিরোপা ঘরে তুলতে পারেনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে নিজেদের ঘরের মাঠেই। এবারের সেই শিরোপা নিজেদের ঘরেই রেখে দিবে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম দল অস্ট্রেলিয়া। এই ফরম্যাটে প্রথম দল হিসেবে টানা তিনবার সহ মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে দেশটি। কিন্তু ২০ ওভারের ক্রিকেটে ২০০৭ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের পাঁচ আসরে প্রতিবারই খালি হাতে ফিরেছে তারা।

অস্ট্রেলিয়ায় আগামী বছরের অক্টোবর-নভেম্বরে বসবে প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর। শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে এগিয়ে চলা দলটি বর্তমানে রয়েছে দুর্দান্ত ফর্মে। চলতি বছর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। সম্প্রতি নিজেদের মাঠে তারা হারিয়েছে শ্রীলঙ্কা ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানকে।

অস্ট্রেলিয়ার এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা দেখাচ্ছে ১২ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে মোট ৩৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গিলক্রিস্টকে। মঙ্গলবার রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে উত্তরসূরিদের নিয়ে এমন আশার কথা শোনান তিনটি বিশ্বকাপ জয়ী মারকুটে এই ব্যাটসম্যান।

গিলক্রিস্ট বলেন, ‘তারা যেভাবে গ্রীষ্মটা শুরু করেছে তাতে মনে হচ্ছে, তারা বেশ ভালো অবস্থায় আছে। এমন কন্ডিশন তাদের পছন্দ। এখানকার মাঠ অনেক বড়, তারা এখানে ভালো খেলবে।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন সবাইকে দলে পাচ্ছি, এটা খুব ভালো ব্যাপার। আমার মনে হয়, অস্ট্রেলিয়া সম্ভবত এই প্রথম নিয়মিত সেরা দল বাছাইয়ে মনোযোগ দিচ্ছে আর সেটা শুধু বিশ্বকাপে জন্যই নয়।’

সামনে যে সময় আছে, এর মধ্যে অস্ট্রেলিয়া নিজেদের আরও গুছিয়ে নিতে পারবে বলে মনে করেন গিলক্রিস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়