শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার মন্ট্রিয়লে সরগম মিউজিক একাডেমীর ৮ম বর্ষপূর্তি

নিউজ ডেস্ক: মন্ট্রিয়লের মূলধারার শুদ্ধ সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমী, গত ৯ই নভেম্বর মন্ট্রিয়লের পার্ক ভিউ রিসিপসন হলে সফলভাবে উদযাপন করল এর অষ্টম বর্ষপূর্তি এবং গ্রেডিং -২০১৯। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কানাডার প্রধানমন্ত্রীর অফিস ডিরেক্টর মিসেস স্টাবরোলা ডাক্লারাস। বর্ষপূর্তির কেক কাটেন সিটি কাউন্সিলর এবং মন্ট্রিয়লের সাবেক ডেপুটি মেয়র মেরী ডেরস । এই সময়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন মন্ট্রিয়লের ডাউনটাউন থেকে নির্বাচিত কানাডার প্রভাবশালী সংসদ সদস্য মার্ক মিলার এম.পি। তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাটি একাডেমীর প্রিন্সিপাল ডরিন মলি গোমেজের হাতে হস্তান্তর করেন। এই পর্বে মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্লামেন্ট মেম্বারসুরাইয়া মারটিনে ফ্রিডা’র পলিটিকাল এটাসে রোজ ক্লেমন্ট-পেতিত, মিঃ রিকারড স্পোরি, ড. শোয়েব সাইদ, ড. ওয়াইজ উদ্দীন, ড. মইনূল আহসান, মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ , সাংবাদিক মনিরুজ্জামান, শাহাব কাজী , একাডেমীর ডিরেক্টর রনজিত মজুমদার এবং প্রিন্সিপাল ডরিন মলি গোমেজ । একাডেমীর শিক্ষার্থীগণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ইংরেজি আর ফরাসী ভাষায় কানাডার জাতীয় সঙ্গীত এবং তিনটি কোরাস পরিবেশন করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সরগম মিউজিক একাডেমীর বাৎসরিক ফলাফল প্রকাশ এবং অভিষেক । নতুন ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সরগম মিউজিক একাডেমীতে অভিষিক্ত করেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী এবং বেহালাবাদক মিসেস এলাইজা মূর, মন্ট্রিয়ল আর্ট সেন্টারের ডিরেক্টর এবং খ্যাতিমান আর্টিস্ট মিসেস রোক্সনা কিবাসি, সঙ্গীতজ্ঞ মাহবুবুর রহমান ভুইয়া এবং খ্যাতিমান তবলা শিল্পী ঝলক দেব চৌধুরী। কানাডার তরুন প্রজন্মদের নিয়ে কাজ করা সংগঠন বি.সি.সি.বি. মন্ট্রিয়লের মিঃ শাহাব কাজী, রিয়াজ ফরিদি, নাফিসা, রুমানা চৌধুরী সরগমের এই আট বছরপূর্তি অনুষ্ঠানে একাডেমীর প্রিন্সিপাল ডরিন মলি গোমেজকে তার সঙ্গীত একাডেমীর মাধ্যমে সংস্কৃতি সেবার মূল্যায়ন হিসাবে একটি ক্রেস্ট উপহার দেন । একাডেমীর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র আর পদক তুলে দেন মন্ট্রিয়লের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “ সুর-ঝংকার “ । সাংস্কৃতিক পর্বটি শুরু হয় একাডেমীর সিনিয়র শিক্ষার্থী মৌসুমি নাথের বাগেশ্রী রাগ পরিবেশনের মাধ্যমে। এরপর একাডেমীর ছাত্র-ছাত্রীরা দর্শকদের মাতিয়ে রাখেন নাচ,গান,গীটার,বেহালা,আর তবলার লহরিতে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নাজনিন নিশা , শর্মিষ্ঠা মন্ডল এবং শিপ্রা খান। তবলায় সঙ্গদ করেছেন ঝলক দেব চৌধুরী এবং অমরদ্বীপ সিং। টাম্বোলিনায় ছিলেন রনজিত মজুমদার। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের পর ছিল নৈশভোজের পালা। একাডেমীর প্রিন্সিপাল ডরিন মলি গোমেজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়