শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া ইমার্জিং কাপে বাংলাদেশকে ফেভারিট দল বললো ভারতীয় দলের অধিনায়ক

শিউলী আক্তার : আগামীকাল থেকে ঘরের মাঠে পর্দা উঠবে ইমার্জিং এশিয়া কাপ। আর এবারের আসরে স্বাগতিক বাংলাদেশকে ফেবারিট মানছেন ভারতের অধিনায়ক রবি শরথ। মঙ্গলবার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি।

নিজেদের কন্ডিশনে খেলা হওয়ায় এই মুহূর্তে বাংলাদেশের পাল্লা ভারী দেখছেন শরথ। তবে, টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলকেই চ্যালেঞ্জিং মনে করছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

গত আসরের রানার্স আপ দল হিসেবে এবারের ইমার্জিং এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারত। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে হারতে হয়েছিলো তাদের। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে লড়তে হবে ভারতকে।

তাই প্রতিপক্ষ বাংলাদেশকে চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন শরথ। তিনি বলেন, ‘হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে, আমরা সবাই জানি তারা ভালো ক্রিকেট খেলছে তাই এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।’

তিনি আরো বলেন, ‘সবগুলো দলই ভালো, প্রতিটি দলই চ্যালেঞ্জিং। এখনই কোন দলকে ফেভারিট বলতে পারছিনা তবে নিজেদের কন্ডিশনে খেলা বলে আমি মনে করি বাংলাদেশই এই মুহুর্তে ফেভারিট।’

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে আয়োজক বাংলাদেশসহ অংশ নিচ্ছে মোট ৮ টি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়