শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসকষ্ট বেড়়েছে, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ভেন্টিলেশনে

মুসফিরাহ হাবীব : উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে ভারতের মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর লতা মঙ্গেশকরকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল আছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে।

রোববার রাতে হঠাত্‍‌ই শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি করে রাত দেড়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ গায়িকাকে। তার চিকিৎ‌সার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিকেল অ্যাডভাইজার ডা. ফারুক ই উদওয়াদিয়া।

গত ২৮ সেপ্টেম্বর ৯০-এ পড়েছেন লতা। ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন কিন্তু তার সঙ্গীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসঙ্গীতের দরবারে।

১৯৪২ সালে লতা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। সংগীতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৭ হাজার গান গেয়েছেন লতা। লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন, এরমধ্যে আছে বাংলাও। ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন পান এবং ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। সম্পাদনা : এইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়