শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থবছরের প্রথম ৪মাসে ইউরোপের ২১দেশে বাংলাদেশী পণ্যের রপ্তানি ৮ শতাংশ কমেছে

বণিক বার্তা : বাংলাদেশী পণ্যের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার ইউরোপ। পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৪মাসে ইউরোপের ২৮টি দেশের মধ্যে ২১টিতে রপ্তানি কমেছে ৮ শতাংশেরও বেশি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ভিত্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, একক দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান বাজার জার্মানি। চলতি অর্থবছরের ৪মাসে জার্মানিসহ ইউরোপের ২১টি দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে ৬৬৯ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৯৮৫ ডলারের। গত অর্থবছরের একই সময়ে ২১টি দেশে রপ্তানি হয়েছিলো ৭৩০ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৩২১ ডলারের। এ হিসাবে ২১ দেশে পণ্য রপ্তানি কমেছে ৮ দশমিক ৩ শতাংশ।

আর সার্বিকভাবে ইউরোপের ২৮ দেশে বাংলাদেশের রপ্তানি কমেছে ৭ দশমিক ৩৬ শতাংশ। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৪মাসে ইউরোপের দেশ জার্মানি ছাড়াও অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, লিথুয়ানিয়া, লাটভিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া, সুইডেন ও স্লোভাকিয়ায়  বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছিলো ৭১২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৩৩৭ ডলারের। গত অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানি হয়েছিলো ৭৬৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৫০৯ ডলারের। এরমধ্যে শুধু জার্মানিতেই কমেছে ১০ শতাংশ। এছাড়া যুক্তরাজ্যে ২ ও নেদারল্যান্ডসে ৬ দশমিক ২৩ শতাংশ কমেছে বাংলাদেশের পণ্য রপ্তানি।

ইপিবির রপ্তানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বড় বাজারগুলোর মধ্যে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে পোশাক রপ্তানি কমেছে যথাক্রমে ১০ দশমিক ৯৯, ৩ দশমিক ৭৮, ৪ দশমিক ৭৪ ও ১ দশমিক ৯৮ শতাংশ। আর গোটা ইউরোপে পোশাকপণ্য রপ্তানি কমেছে ৭ দশমিক ৬৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বরেও পোশাকপণ্যের রপ্তানি কম ছিলো। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরে জার্মানিতে পোশাক রপ্তানি হয়েছে ১৩৯ কোটি ২০ লাখ ৪০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিলো ১৫০ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলারের পোশাকপণ্য।

ইতালিতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানি হয়েছে ৩১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলারের। গত অর্থবছরে রপ্তানি হয়েছিলো ৩৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। স্পেনে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি হয়েছে ৬০ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে দেশটিতে পোশাক রপ্তানি হয়েছিলো ৬২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলারের।

ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি কমেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে। যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশেরও কম। আর কানাডায় রপ্তানি কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ।

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপসহ বহির্বিশ্বে বাংলাদেশের মোট রপ্তানি কমে যাওয়ার মূল কারণ পোশাকের রপ্তানি কমে যাওয়া। আর পোশাকের রপ্তানি কমে গেছে মূলত বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হওয়ায়। প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হয়েছে মূলত মুদ্রাবিনিময় হারের কারণে। মুদ্রার অবমূল্যায়নের কারণে নিট পণ্যের অধিকাংশ ক্রয়াদেশ অন্যত্র চলে গেছে। ফলে এর প্রভাব পড়েছে রপ্তানিতে। অনুলিখন : ইয়াসির আরাফাত, সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়