শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগের বছরের প্রশ্নে পরীক্ষা নিল ইবি!

ক্যাম্পাস : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইংরেজি বিভাগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় পূর্বের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের পরীক্ষায় পূর্বের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয় অভিযোগ করেন ওই বর্ষের শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ নভেম্বর ইংরেজি বিভাগের ইলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা (৩০৫) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০১৮ সালে অনুষ্ঠিত একই কোর্সের ২, ৩, ও ৬ নম্বরের সি ব্যতীত সকল প্রশ্ন মিল রাখা হয়েছে।

তবে দুই এবং তিন নং প্রশ্নের মূল প্রশ্ন পরিবর্তন করা হলেও বিকল্প প্রশ্ন দুটির কোন পরিবর্তন করা হয়নি। এছাড়াও ৬ নম্বর প্রশ্নের ৮টি ব্যাখ্যার মধ্যে ৪টি উত্তর করতে বলা হয়।

এতে সকল প্রশ্ন যথাযথ স্থানে মিল রেখে শুধুমাত্র সি প্রশ্নটি পরিবর্তন করা হয়েছে। একই প্রশ্নপত্র দিয়ে টানা দুইবার পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের ক্ষোভ লক্ষ্য করা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘২০১৮ সালের প্রশ্ন দিয়েই ২০১৯ সালে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া এই কোর্সের প্রশ্ন আগে থেকে কিছু শিক্ষার্থীকে দেওয়াও হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিভাগের প্রশ্ন মডারেটর ড. মোহাম্মদ আছগর হোসেন বলেন, ‘প্রশ্ন পুনরাবৃত্তির বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে এটি ভুলবশতও হতে পারে। আর যে শিক্ষক এই কোর্সের ক্লাস নিয়েছে সে যদি একই বিষয় এবারও পড়ান তাহলে একই ধরনের প্রশ্ন হতে পারে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়