শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার অধীনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার বিরাট কোহলির নেতৃত্বে সাদা পোশাকে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। র‌্যাংকিং ও শক্তির ব্যবধানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না বলে জানিয়েছেন আজিঙ্কা রাহানে। গোলাপি বলের টেস্ট নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ভারত। খবর : ক্রিকটাইম।

আগামী বৃহস্পতিবার ইন্দোরে বাংলাদেশ ও ভারত সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। গত মাসেই নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করে ফুরফুরে মেজাজে আছে ভারত। এই দলটাকে মোকাবেলা করা বাংলাদেশের জন্য খুব সহজ হবে না। তবে ফর্মের তুঙ্গে থাকা ভারত হালকাভাবে নিচ্ছে না টাইগারদের।

আজ অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে রাহানে বলেন, ‘বাংলাদেশ দলগতভাবে ভালো খেলে। আমার মনে হয়, আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব ভালো করেছি কিন্তু সেটা এখন অতীত। আমরা সবসময় বর্তমান সময়টা নিয়েই ভাবি, চলমান সিরিজ এবং ম্যাচ ধরে ধরে এগোই। আমরা মোটেই বাংলাদেশকে হালকভাবে নিচ্ছি না। আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের সেরাটা দিবে টেস্ট ম্যাচ ও টেস্ট সিরিজ জিততে।’

‘আমাদের নিজেদের দিকে আগে নজর দিতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী হয়েছে সেটা না দেখে এখনকারটা নিয়ে ভাবতে হবে। প্রতিটি সিরিজই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। বাংলাদেশও নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করাবে। আমরা তাদের শ্রদ্ধা করেই নিজেদের শক্তি অনুযায়ী খেলবো,’ বলেন রাহানে।

সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২২ নভেম্বর, কলকাতায়। ইডেন গার্ডেন্সে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের টেস্ট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। ইতোমধ্যে ভারতের টেস্ট দলের কয়েকজন খেলোয়াড় গোলাপি বলে অনুশীলন করেছেন। সাদা পোশাকে ভারতের অন্যতম ভরসার প্রতীক রাহানে গোলাপি বল নিয়ে রোমাঞ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়