শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভে উত্তাল হংকংয়ে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

আসিফুজ্জামান পৃথিল : হংকংয়ের আইনের শাষণ একদম ভেঙে পরার অবস্থানে এসে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করে এ কথা বলেছে। সোমবার পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী আর বিক্ষোভকারীদের আগুনে এক বিক্ষোভবিরোধী আহত হওয়ার পর পুলিশ এই বিবৃতি দিলো। বিবিসি, সিএনএন

সোমবারের ওই ঘটনার পর রীতিমত ফুঁসছে আধা স্বায়ত্বশাসিত এলাকাটি। গতকাল মঙ্গলবারও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ বিশ^বিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পরে। এএফপি জানায়, হাজারো মুখোশধারী বিক্ষোভকারীকে এদিনে পুশিশের দিকে পাথরসহ বিভিন্ন বস্তু ছুড়তে দেখা গেছে। অফিসে যাওয়ার সময় অনেক সাধারণ মানুষকেও বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হতে হয়েছে।

এএফপি জানায়, বিক্ষোভকারীরা এখন স্বাধীনতার দাবিতে খোলাখুলি স্লোগানও দিচ্ছেন। জুন মাসে বিতর্কিত অপরাধী প্রত্যাবাসন আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে আসেন হংকং এর অধিবাসিরা। পরবর্তীতে সে আইন সম্পূর্ণ বাতিল হলেও আন্দোলন রূপ নেয় গলতন্ত্রপন্থী আন্দোলনে।

সোমবার ফেসবুকে গুলি করার লাইভ ভিডিও ছড়িয়ের পরলে উত্তাল হয়ে উঠে হংকং। অবশ্য আধিা সায়ত্বশাসিত অঞ্চলটির পুলিশ বলছে, উদ্দেশ্যমূলকভাবে গুলি চালানো হয়নি। কিন্তু এই বিবৃতি প্রত্যাখান করে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। তারা নানান স্থানে আগুন লাগিয়ে দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। লাঠিচার্চের সাথে চলে গণগ্রেপ্তার। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১১ বছরের শিশুও। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়