শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার দুই রাজ্যে দাবানল, জরুরী অবস্থা বহাল

আসিফুজ্জামান পৃথিল, সাবিহা জামান : সিডনির বেশ কিছু শহরতলী সহ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বড় একটি অংশ জুড়ে দাবানলের আগুন জ¦লছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে প্রায় ৮৫টি আগুন জ¦লছে। যার ৪৬টি এখনও নেভানও শুরু হয়নি। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে পুরো রাজ্য জুড়েই দমবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দমকা হাওয়ার কারণে পরিস্থিতির উত্তরোত্তর অবনতি ঘটছে। সিএনএন, বিবিসি

এই অঞ্চলে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করেন। নিউ সাউথ ওয়েলস এর ১০০০ বর্গ কিলোমিটারেও বেশি জায়গা জুড়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। এখন পর্যন্ত কমপক্ষে ১ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বেশ কিছু অগ্নিনির্বাপক উড়োজাহাজ আগুন নেভাতে কাজ করছে। এই বিষয়ে এই এলাকার বাসিন্দা জুলিয়া গ্রিটন-রবার্টস এএফপিকে বলেন, ‘আমার বাড়ির সামনেই বিশাল এক আগন লেগেছিলো। পুলিশ এসে আমার বাচ্চাদের সহ আমাকে উদ্ধার করে। আমার কন্য তো এখনও আতঙ্কিত অবস্থায় রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই বিশালকার দাবানলের মূল কারণ জলবায়ু পরিবর্তন। তবে দেশটির রক্ষণশীল সরকার এই সম্ভাবনাকে অস্বীকার করেছে। আক্রান্ত এলাকা থেকে নতুন করে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেনন, ‘যে সব মানুষ তাদের জীবন ও পরিবার হারিয়েছেন, আমি শুধু তাদের কথাই ভাবছি।’ সিডনি সহ বিভিন্ন এলাকায় খারাপ আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পরার আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা। কুইন্সল্যান্ডে বাড়ি ফিরতে না পেরে অনেক ব্যক্তি খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেননিউ সাউথ ওয়েলস এর দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে দেড়শ বাড়ি একেবারেই ভস্মিভূত হয়ে গেছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়