শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর মৃত্যু

মোস্তাফিজুর রহমান : রাজধানীর ডেমরা কোনা পাড়ায় বিয়ের ১৮ দিনের মাথায় নববধুর মৃত্যু। স্বামী কর্তিক হত্যার অভিযোগ পরিবারের। মৃতার নাম আসমা আকতার মিম (১৮)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দুপুর ২:৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, মৃতার গলায় ও থুতনিতে জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

মিমের বাবা মো. হবি কাজী বলেন, গত ১৮ দিন আগে রূপগঞ্জের চানপাড়ার বাসিন্দা মটর ম্যাকানিক্স মো. শামীমের সঙ্গে বিয়ে দেয়া হয়। গত শনিবার রুমা আমাদের ডেমরা বাঁশেরপুলের বাসায় বেড়াতে আসে। আজ মঙ্গলবার রুমার স্বামী শামিম সকালে আমাদের বাসায় আসে। পরে কাজের জন্য আমি বাহিরে চলে যাই। কিন্তু কাজে থাকা অবস্থায় সংবাদ পাই শামীম দুপুরে না বলে চলে যাওয়ার পর ঘরে মিমকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

তিন বোন এক ভাইয়ের মধ্যে মিম ছিলো বড়। মিম স্থানীয় মান্নান উচ্চবিদ্যালয় এ্যান্ড কলেজে এইচএসসি ১ম বর্ষে পড়াশোনা করতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়