শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে নয় জেলের মরদেহ উদ্ধার

খোকন আহম্মেদ, বরিশাল : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মাছকাটা নদী থেকে নয় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দিবাগত মধ্যরাতে মেঘনা নদীর মোহনা সংলগ্ন মাছকাটা নদী থেকে ভোলার ইলিশায় ডুবে যাওয়া একটি ট্রলারের ভেতর থেকে নয় জেলের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ থানার এসআই কমল চন্দ্র দে জানান, ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার রোববার দুপুরে ভোলার ইলিশায় ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১৩ জন জেলেকে উদ্ধার করা হলেও ১১ জন নিখোঁজ ছিলো।যার মধ্যে রোববার রাতে খোরশেদ নারেম একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

এদিকে রোববার রাতেই মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর মাছকাটা নদীতে নিখোঁজ ট্রলারটির সন্ধান পাওয়া যায়।যে ট্রলারটিকে সোমবার রাতে উদ্ধার করার পর ট্রলারের ভেতর থেকে পানি সরিয়ে ফেলার পর নয়জন জেলেদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর এলাকার কামাল দালাল (৩৫), একই এলাকার মফিজ মাতুব্বর (৩৫), নুরাবাদ এলাকার হাসান মোল্লা (৩৮), একই এলাকার নুরুন্নবী বেপারী (৩০), ফরিদাবাদ এলাকার নজরুল ইসলাম (৩৫), একই এলাকার কবির হোসেন (৪০), আব্দুল্লাহপুর এলাকার মো. বিল্লাল (৩২), চরফ্যাশন থানার উত্তর শিবা এলাকার আব্বাস মুন্সি (৪৫), একই এলাকার রফিক বিশ্বাসের (৫৫) বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, রোববার একজন ও সোমবার রাতে নয়জনসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছে।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়