শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলে নিহত পরিবারকে ১০ হাজার টাকা তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন।সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন নিহত হামেজ ফকিরের পুত্র মো. ইউসুফ ফকিরের হাতে নগদ টাকা তুলে দেন।

বুলবুলের আঘাতে শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর রামপুর গ্রামে মো. হামেজ ফকির (৬৫) ঘর চাপা পড়ে মারা যান।তিনি মৃত ইয়াসিন ফকিরের ছেলে।এ সময়ে এখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়া ও মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শনিবার মধ্য রাত থেকে রোববার সকাল পর্যন্ত ৫শত ঘরবাড়ি বিধস্ত হয়েছে।এছাড়াও ১টি মসজিদ, ১টি কলেজ, ২টি মাদ্রাসা, সুবিদখালী প্রতিবন্ধী কমিউনিটি স্কুল ও ১টি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ক্ষতি হয়েছে।গাছপালা নষ্ট হয়েছে ১১হাজার ৮শত ৫০টি।বেঁড়িবাঁধ ভেঙ্গে গেছে ১কি.মি।

গ্রামীণ ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯.৮৫ কি.মি। আমন ধানের ক্ষতি হয়েছে আড়াই হাজার হেক্টর জমির।গত দুই দিনেও উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে কোনো ত্রাণ বিতরণের খবর পাওয়া যায়নি। ঘরহারা মানুষ গুলো খোলা আকাশে কিংবা ঝুপড়ি ঘরের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মির্জাগঞ্জে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তুলনায় ত্রাণ সামগ্রী অপ্রতুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলায় সরকারি ভাবে এ পর্যন্ত ১৬টন চাল ও ১১৮ প্যাকেট (চাল-ডাল-তৈল-লবন-মোমবাতি) বরাদ্ধ পাওয়া গেছে।

চাল ও প্যাকেটগুলো প্রতিটি ইউনিয়নে ভাগ করে দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানগন ক্ষতিগ্রস্থদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করবেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়