শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে শিশুদের প্যাম্পারসকে অসংখ্য নবজাতকের লাশ উল্লেখ করে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনকারী যুবক গ্রেপ্তার

রাজু চৌধুরী, চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুদের প্যাম্পারসকে অসংখ্য নবজাতকের লাশ উল্লেখ করে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষ ও প্রশাসনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছিলো এক যুবক, সেই মিথ্যাতথ্য পরিবেশনকারী মো. সাঈদ হোসাইন কানন (২৭) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে লাইভ করেছিলো মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়।বেশ আলোচিতও হয়েছে এ যুবক।অবশেষে কোতোয়ালী থানা পুলিশের জালে আটকা পড়েছে সেই আলোচিত যুবক।সোমবার রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়ারটিলা এলাকা থেকে এ ভাইরাল সৃষ্টিকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, সম্প্রতি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পার্শ্বের পাহাড়ে অসংখ্য নবজাতকের লাশ ফেলে দেয়া হয়েছে মর্মে ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছে এই যুবক নাম মো. সাঈদ হোসাইন কানন (২৭)।

ওসি বলেন, ফেসবুকে কুৎসা রটানো, উস্কানি দেওয়া, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সাঈদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে এ ফেসবুক লাইভকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সাঈদের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা তথ্য পাচারের সাথে জড়িত তার অপর সহযোগী মো. পারভেজকেও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে জানিয়ে গ্রেপ্তার সাঈদ ও পলাতক পারভেজের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়