শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৫৭ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলী-তালতলীতে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত, আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি

মো. জয়নুল আবেদীন, আমতলী: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আমতলী-তালতলী উপজেলার পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পরেছে। মাটিতে লুটিয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার একর জমির আমনের ক্ষেত। পায়রা নদীর ঢেউয়ে ভেঙে গেছে এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

আমতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অফিস সুত্রে জানাগেছে, রোববার সকাল নয়টার দিকে ঘূর্ণিঝড় বুলবুল আমতলী-তালতলীতে আঘাত হানে। চার ঘণ্টাব্যাপী চলে দমকা হাওয়ার সাথে বৃষ্টি। বুলবুলের আঘাতে আমতলী-তালতলী উপজেলার পাঁচ শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়েছে।

উপড়ে পরেছে হাজার হাজার গাছপালা। মাটিয়ে আমনের ক্ষেত লুটিয়ে পড়ে কয়েক হাজার একর জমির ধান ও সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে বলে জানান কৃষি বিভাগ। বুলবুলের প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে ঢেউয়ের আঘাতে পায়রা নদী সংলগ্ন ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, ডাঙ্গারখাল, বৈঠাকাটা, তেতুলবাড়ীয়া ,নলবুনিয়া ও জয়ালভাঙার এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। হুমকির মধ্যে বসবাস করছে ওইসব এলাকার মানুষ।

দ্রুত ব্যবস্থা না নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পুর্ণ ভেঙে ওই এলাকায় পানি ঢুকে তলিয়ে যাবে বলে জানান স্থানীয়রা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বুলবুল আঘাত হানার খবর পেয়ে বরগুনার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াতলী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকার সাইদুর রহমান বলেন, অল্পের জন্য বাঁধ নদীতে বিলিন হয়ে যায়নি। এখনই ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে এই এলাকার কয়েক হাজার মানুষ ও ফসলের ব্যপক ক্ষতি হবে।

মঙ্গলবার আমতলী উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখাগেছে, বিভিন্ন স্থানে ঘর বিধস্ত ও গাছপালা উপড়ে পড়ে আছে। আমতলী পৌরসভার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, গাজীপুর বন্দর সিনিয়র মাদ্রাসা ও ঘোপখালী আল-আমিন দাখিল মাদ্রাসা, আমতলী পৌরসভার সবুজ বাগ এলাকায় হাবুল মৃধার মুরগীর ফার্ম ও খোকন মুসুল্লীর ঘরে চাম্বল গাছ উপড়ে পড়ে পাঁচটি ঘর বিধ্বস্থ হয়েছে।

তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসীন বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে ক্ষয়ক্ষতির তালিকা চেয়েছি। তারা তালিকা দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, আমন ক্ষেতের ৩০ ভাগ ও সবজির ক্ষেতের ৭০ ভাগ ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা করা জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি তালিকা প্রণয়ন করছেন। তিনি আরো বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দেয়া হবে।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়