শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে প্রতারণা মামলায় সহকারী রাজস্ব কর্মকর্তার কারাদণ্ড

মহসীন কবির : মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে চাকরি নেওয়ায় শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট ঢাকার (পশ্চিম) সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানকে তিনটি অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার বিশষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন। যুগান্তর ও বাংলানিউজ

দণ্ডবিধির ৪২০/৪৬৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাত বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে দু’টি অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দণ্ডবিধির ৪৭১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় মনিরুজ্জামান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম জানিয়েছেন, তিনটি ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে ৯ বছর কারাভোগ করতে হবে। পুরো মামলায় তিনি আইনি লড়াই করলেও রায়ের দিন উপস্থিত ছিলেন না।তিনি আরও বলেন, আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ করার তারিখ থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে।

জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের ১৫ জানুয়ারি মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, মনিরুজ্জামান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার জনৈক আব্দুস সামাদের ছেলে। কিন্তু তিনি চাকরির আবেদনপত্রের সঙ্গে আব্দুস সামাদ নামীয় মুক্তিযোদ্ধার সনদপত্র দাখিল করেন। একই বছর ২৪ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ২০১৬ সালের ১৯ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে বিভিন্ন সময়ে ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়