শিরোনাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেন দুর্ঘটনায় পায়ে আঘাত নিয়ে ঢামেকে ভর্তি একজন

সুজন কৈরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত মুন্না মিয়া (২৫) নামের একজন যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। তিনি গ্রিলের দোকানে কাজ করেন।

মঙ্গলবার দুপুরে তাকে ঢামেকে আনা হয়। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মুন্নার ডান পায়ে আঘাত রয়েছে, তাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

আহত মুন্না সাংবাদিকদের বলেন, উদয়ন এক্সপ্রেসে কয়েকজন মিলে চট্টগ্রাম যাচ্ছিলাম। দুর্ঘটনায় পর আমাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হয়। এরপর ঢামেক পাঠানো হয়।

এদিকে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করাসহ তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঘটনা তদন্তে পৃথক ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট ৫টি কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। এরপর কারণ জানা যাবে।’

তিনি আরো জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ১লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়