শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৩৫ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে ইন্দোরে নামার আগে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ

আক্তারুজ্জামান : আগামী বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন লঙ্গার ভার্সন নিয়েই মাথা ঘামাচ্ছে দুদল। দুই ম্যাচের এ সিরিজ সামনে রেখে মঙ্গলবার (১২ নভেম্বর) হোলকার স্টেডিয়ামের নেটে বাংলাদেশি ক্রিকেটারদের ঘাম ঝরাতে দেখা গেছে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরের এই মাঠে।

চলতি বছর শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। যদিও ভারত ইতিমধ্যে তিনটি সিরিজ খেলেছে। ভারত সফর দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ দল। ফলে সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে লাল-সবুজের সেনারা।

অনুশীলনে বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকে তার শিষ্যদের পরামর্শ দিতে দেখা যায়। যেখানে তিনি দেখাচ্ছেন এগিয়ে গিয়ে কিভাবে বলের লেন্থ পাওয়া যায়। বাংলাদেশের খেলোয়াড়রা এছাড়াও হালকা বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন। তবে মূল ফোকাস ছিল, ভারতীয় স্পিনারদের কিভাবে আটকানো যায়।

এদিকে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামির মতো ভারতীয় পেসাররা। বিগত দিনেও প্রতিপক্ষকে এই বোলাররা গতি ও বাউন্স দিয়ে ঘায়েল করেছেন। ফলে তাদের কথা মাথায় রেখে পুল শট খেলার অনুশীলন করতে দেখা যায় টাইগার ব্যাটসম্যানদের।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : ইমরুল কায়েস, সাদমান ইসলাম, লিটন দাস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়