শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের মুক্তির লড়াই কতোদূর

হাসনাত কাইয়ূম : আমরা এমনভাবে কথা বলি যেন ছাত্রলীগ একটা স্বতন্ত্র স্বত্তা, যেন ভিসি, শিক্ষক সমিতি, যেন এসপি হারুন, তারা নিজেরা শুধু এক একটা খারাপ লোক। এইসব ছাত্র তো ছাত্র দলে, এসব ভিসি ইত্যাদি তো অইসব দলেও ছিলো, আছে। তো তারা এখন এসব করে না কেন? কারণ তাদের কারোরই কিছু করার নেই, করতে পারে না, শোভন-রব্বানী, জিকে শামীম, সম্রাট কেউ কিছু না, ব্যক্তিগতভাবে কেউ না। সবকিছু নির্ধারণ করে রাষ্ট্রক্ষমতা।

রাষ্ট্রের প্রধান নির্বাহী যাকে যতোদূর অনুমোদন করে, এই ব্যবস্থায় তিনি ততোটুকু, এর বেশিও না কমও না। তাই যদি এ অধপতন, এই গুন্ডামি, এ স্বেচ্ছাচার, এ নির্লজ্জ চাঠাচাঠি বন্ধ করতে চান, তবে ক্ষমতার এ ধরন, এই অনিয়ন্ত্রিত কাঠামোকে সামনে আনতেই হবে। আসুন সবাই চলমান লড়াইটাকেই মুক্তির লড়াইয়ে রূপান্তরিত করি । দেশ, দেশের মানুষ মুক্তি চায় ।

কউশিক রাকিব আমি আপনার সঙ্গে একমত,পৃথিবীর কোথাও কি কোনো পরিবর্তন কোন অন্যায় ছাড়া সংগঠিত হয়েছে? অন্যায় করার জন্য তৈরি হতে হবে। কেননা মিডিয়া, পরিবেশ, বিচারিক আদালত, সমাজ ব্যবসহা, শিক্ষা ব্যবসহা,আইন প্রযোগকারী বাহিনী, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতারা সব জায়গায় পচনধরা। চরম অন্যায় ছাড়া এ সমাজ রাষ্ট্র কিছুরই পরিবর্তন করা কতোটা কষ্ট সাধ্য এটা আমরা চেয়ে আপনারা ভালো জানেন। আমি তো পালিয়ে বেঁচে গেছি। আপনার লেখাগুলো ভাবনাগুলো কলিজায় লাগে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়