শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে ফাঁসির মঞ্চ নেই, কুমিল্লা কারাগারে নুসরাতের খুনিরা

মাহফুজ নান্টু, কুমিল্লা: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফেনীর নুসরাত হত্যা মামলার আসামিদের আনা হয়েছে। ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় আসামিদের হাতে পায়ে শিকল পরিয়ে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ফেনী কারাগার সূত্রে জানা যায়, নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ জনকে কুমিল্লায় পাঠানো হয়েছে।

আগামীকাল বুধবার আরো দুই আসামি যথাক্রমে উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত আরো দুই আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজদৌল্লা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনকে অন্য আরেকটি মামলানার শুনানীর দিন ধার্য্য থাকায় তাদের ফেনী কারাগারে রাখা হয়েছে। আদালতের শুনানী শেষে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

কুমিল্লা সিনিয়র জেল সুপার জাহানারা বেগম আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্যে ১২ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুাল বিচারক মো.মামুনুর রশিদ। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়