শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেট-কোচিং নয়, নিজে নিজে পড়তে হবে, বললেন জাফর ইকবাল

ডেস্ক রিপোর্ট :শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাবিদ ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, প্রাইভেট-কোচিং না পড়ে বাসায় বসে নিজে নিজে পড়তে হবে। তাহলেই সব পারা সম্ভব হবে। কারণ মানুষের মস্তিষ্ক অসাধারণ পাওয়ারফুল। মস্তিষ্ককে যতই চাপ খাটানো যায়। সে ততই কাজ করে। যুগান্তর

শিক্ষার্থীদের শুধু স্কুলের পাঠ্যবই নিয়ে ব্যস্ত না থেকে বেশি করে আউটবই পড়ারও উপদেশ দেন তিনি।

সোমবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুহাম্মদ জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদ শুধু পড়াশোনায় নয়, সব বিষয়েই মেধাবী ছিলেন। তিনি ছাত্রজীবনে অসাধারণ মেধার সাক্ষর রেখেছিলেন। পরে লেখক হিসেবে উপন্যাস-নাটক, গান, কবিতা লিখার মাধ্যমে জাদুকরী প্রতিভা দেখিয়েছেন।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পরিচালনা কমিটির সভাপতি মেহের আফরোজ শাওনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহের আফরোজ শাওনের পিতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, হুমায়ূন আহমেদের বোন সুফিয়া হায়দার, অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের স্ত্রী তানজিলা রহমান, কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঁইয়া প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এসআই টুটুল, সেলিম খান, বাউল সুনীল কর্মকার, দিল বাহার খান, প্রদীপ পণ্ডিত ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়