শিরোনাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করায় ট্রাভেল এজেন্সির মালিক আটক

সুজন কৈরী : রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার অভিযোগে রাজধানীর বাসাবো এলাকায় আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অভিযান চালিছে র‌্যাব-২।

সোমবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানিয়েছ, অভিযানকালে এজেন্সির মালিক আতিকুর রহমানকে আটক করা হয়েছে।তার কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) তথ্য পাওয়া গেছে। এছাড়া অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবকে জানিয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়