শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশেকানে গাউছিয়া মাইজভান্ডারীর মিলাদুন্নবী পালিত

ইসমাঈল হুসাইন ইমু : প্রতিবছরের মত এবারও আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনিয়া সহিদিয়া মাইজভান্ডারী’র উদ্দ্যেগে রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।

রোববার সকাল ৯টায় মাইজভান্ডার দরবার শরীফের আলহাজ্ব শাহজাদা সৈয়দ সহিদউদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী’র আসন গ্রহণের মাধ্যমে ও তার সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, নবীর আদর্শ অনুসরনের মাধ্যমে সমাজে হক ও ইনসাফ কায়েমের মধ্যে মানুষের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। পারিবারিক এবং সামাজিক ভাবে সবাইকে দ্বীনের দাওয়াতি কার্যক্রমের প্রতি অনুগত হতে হবে। যেন সমাজ থেকে বিভিন্ন অনাচার ও বেহায়াপনা দূর হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মহান আল্লাহ জগতের রহমত হিসেবে নবী করিম (স.) কে প্রেরণ করেছেন। তার জীবন দর্শন করতে হবে আমাদের। তাহলে জগতে সুখ শান্তি ফিরে আসবে। জঙ্গিকে বর্জন করার কথাও বলে সকল মুসলিম ঐক্য হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট সামছুল হক টুকু। এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য হক্কানী উলামা কেরামবৃন্দ, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীসহ আশেকান এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়