শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অযোধ্যার মামলার রায় নিয়ে টুইট করায় ভারতে তীব্র সমালোচনার মুখে তসলিমা

সাইফুর রহমান : বহুল প্রতীক্ষিত বাবরি মসজিদ মামলার রায় প্রকাশিত হবার পর রোববার নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন তার এক টুইটে লিখেন, আমি বিচারপতি হলে অযোধ্যার ২.৭৭ একর জমিতে সরকারকে আধুনিক বিজ্ঞান স্কুল বানানোর নির্দেশ দিতাম। যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে পড়ার সুযোগ পেতো। এছাড়া মসজিদের বদলে ৫ একর জমিতে আধুনিক হাসপাতাল নির্মাণের নির্দেশ দিতাম, যেখানে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পেতো। তসলিমার এমন পোস্টের পরই ভারতীয় ডানপন্থিদের পাশাপাশি তার ব্যাপক সমালোচনা শুরু করেন দেশটির কলামিস্ট, লেখক, প্রকাশক এবং চলচ্চিত্র পরিচালকসহ প্রগিতিশীল ঘরাণার অনেক এক্টিভিস্টও। খবর ইয়াহু নিউজের

শেফালি বৈদ্য নামে ভারতের একজন লেখিকা তসলিমার পোস্টের কড়া সমালোচনা করে বলেন, ‘আপনি ভারতে শরণার্থী হয়ে হিন্দুদের কাছে জীবন ভিক্ষা চান আর আপনিই প্রতিটা ঘটনার সমালোচনা করেন। বাংলাদেশে ফিরে গিয়ে সেখানে স্কুল বানান। আপনার নিরক্ষর লোকদের জন্যই তা দরকার।’ দেশটির আরেক লেখক ও এক্টিভিস্ট অনুরাগ সাক্সেনা পাল্টা টুইটে বলেন, ‘ম্যাডাম আপনি আমাদের দেশে একজন শরণার্থী। আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, অনধিকারচর্চা নয়।’

লেখক ও কলামিস্ট সঞ্জয় দীক্ষিত বলেন, ‘ভগবান রামের প্রতি কৃতজ্ঞ থাকুন যে এতকিছুর পরও হিন্দুরা আপনাকে সহ্য করছে।’ তসলিমাকে অকৃতজ্ঞ অতিথি উল্লেখ করে এই কলামিস্ট আরো বলেন, আপনি বাড়াবাড়ির কারণে নিজের দেশেই টিকে থাকতে পারেন নি। এছাড়া ভারতের ডানপন্থিরা গ্রুপগুলো তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়