শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ টাকা ভিজিটে ১৬ ঘণ্টা রোগী দেখেন ডাক্তার

নিউজ ডেস্ক : কালনা স্টেশনে নেমে কেউ ‌যদি বলেন- আমি ডাক্তার বাবুর অতিথি, তার বাড়িতে যাব।শত কাজ থাকুক যে কেউ আপনাকে সাহায্য করবে।এমনকি ভাড়াও নিতে চান না রিকশা চালকরা। কারো কাছে তিনি সাক্ষাৎ ঈশ্বর, আবার কেউ কেউ ‘পাঁচ টাকার ডাক্তার বাবু’ নামেও ডাকেন।বেঙ্গলী নিউজ

বলছিলাম ডা. গৌরাঙ্গ গোস্বামীর কথা। তার বসবাস কলকাতার কালনায়।পাঁচ টাকা ভিজিটে প্রতিদিন কমপক্ষে ২০০ রোগী দেখেন তিনি। পাশাপাশি বামপন্থী রাজনীতির একজন সক্রিয় কর্মী তিনি।কিন্তু রাজনৈতিক, ধর্মীয় কিংবা কোনো শ্রেণিগত বিভেদের কারণে কোনো দিন কোনো রোগীকে ফেরাননি গৌরাঙ্গ। এ যেন এক বিরল চরিত্র!

গৌরাঙ্গ গোস্বামী কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ১৯৭৮ সালে। এরপর ‘এমএস’–এর পঠনপাঠনে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি।কিন্তু উত্তরবঙ্গের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি পেয়ে যান।তারপরও কালনাতেই ফিরে আসেন তিনি।সেখান থেকেই শুরু।নিজের বাড়িতেই বানিয়েছেন চেম্বার।৫ পারিশ্রমিকে রোগী দেখা শুরু করেন তিনি।

গৌরাঙ্গের রোগী দেখা শুরু হয় সকাল ১০টা থেকে।দুপুর ঘণ্টা দেড়েক বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তার সময় কাটে রোগী–স্টেথোস্কোপ–প্রেসক্রিপশন নিয়ে। অনেক সময় আবারো এক ঘণ্টা বিশ্রাম নিয়ে রাত ১টা পর্যন্ত তার কাছে ভিড় জমান রোগীরা।অনেক সময় খানিকটাও বিশ্রাম পান না গৌরাঙ্গ। তিনি বলেন, ‌‘বিশ্রামের সময়ে কোনো ইমার্জেন্সি কল আসলো তখন তো আর চুপ বসে থাকা যায় না। ছুটে যাই রোগীদের কাছে।’ সে কারণে বলা যায়, তিনি দিনের ১৬ ঘণ্টাই রোগী দেখেন।

বিশ্রামের সময় কাটছাঁট করেই নিজের মোটরবাইকে চড়ে রোগী দেখতে ছোটেন গৌরাঙ্গ। তিনি বলছিলেন, রাত একটা পর্যন্ত রোগী দেখি মানে এমন নয় যে তারপরে রোগী এলে দেখব না। আমার বাড়ির দরজা রোগীদের জন্য সবসময়ই খোলা।

দৈনিক ২০০ থেকে ২৫০জন রোগীর চিকিৎসা করতে হয় তাকে। কিন্তু যে টাকা পারিশ্রামিক পান তাতে সংসার চলে? উত্তরে গৌরাঙ্গ বলেন, আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, তাতে এর চেয়ে বেশি টাকা লাগে না। তাছাড়া একজন কমিউনিস্টের জীবন এ রকমই হওয়া উচিত। প্রয়োজনের বেশি উপার্জনের দরকার নেই আমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়