শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত ইডেন টেস্টে টিকিট বিক্রির রেকর্ড

আক্তারুজ্জামান : টি-টোয়েন্টির যুদ্ধ শেষ। ভারতের মাটিতে এবার ধৈর্য্য পরীক্ষায় নামবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ নভেম্বর। প্রথম ম্যাচ ইন্দোরের মাঠে হলেও দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। যে ম্যাচটি হবে আবার দিবা-রাত্রির। এই ম্যাচ ঘিরে ক্রিকেটারদের চেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে দর্শকদের মনে। তার ফলাফল দেখা গেলো ম্যাচের টিকিট বিক্রিতেই।

ম্যাচের বাকি এখনো ১০ দিন। এর মধ্যেই প্রথম তিনদিনের ৫০ হাজার টিকিট বিক্রি শেষ।

বহুল আলোচিত ম্যাচটি রেকর্ড গড়েছে টিকিট বিক্রির দিক থেকে। ইডেন টেস্টের টিকিট নিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। অথচ সাধারণত টেস্ট ম্যাচে দর্শকদের আগ্রহ কমই দেখা যায়। দর্শকদের সেই আগ্রহ বাড়িয়ে তুলতেই ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচকে দিবারাত্রির ম্যাচে রূপ দেয়া হচ্ছে। আর তাতেই দর্শকদের দারুণ সাড়া।

আয়োজক কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী, ম্যাচের প্রথম তিন দিনের প্রায় ৫০ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এর মধ্যে অনলাইনেই কেনা হয়েছে ১৭ হাজার টিকিট। অথচ একটা সময় টেস্ট ম্যাচের টিকিট অনলাইনে কাটার মত উদগ্রীব দর্শক খুঁজে পাওয়াও ভার ছিল।

প্রথম তিন দিনের খুব বেশি টিকিট বাকি নেই। বাকি টিকিটগুলোর বিক্রি তাই আপাতত বন্ধ রেখেছে ম্যাচের আয়োজন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সংস্থাটি জানিয়েছে, বাকি ১৬ হাজার টিকিট বিক্রি করা হবে ১৪ নভেম্বরের পর।

বাংলাদেশ বা ভারত কোনো দলই এখনো দিবারাত্রির টেস্ট খেলেনি। ২২ নভেম্বর তাই দুই দেশের ক্রিকেটের জন্যই বিশেষ দিন। যদিও ম্যাচ নিয়ে খেলোয়াড়দের দুশ্চিন্তার কারণ গোলাপি বল। এই বল লাল বলের চেয়ে কিছুটা ভিন্নধর্মী হওয়ায় খেলোয়াড়দের অভ্যস্ততা কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়