শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সাগরে নিখোঁজ ৪২ জেলে, নিহত-৩

প্রিন্স মুজাহিদ, পটুয়াখালী : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পটুয়াখালীর পরিস্থিতি। কর্মচঞ্চল হয়ে উঠেছে জীবন যাত্রা। দীর্ঘ ৩০ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পর্যটকদের পদচারনায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় । তবে বুলবুলের তান্ডবলীলার কারণে সোমবার অনুষ্ঠিতব্য হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাস মেলা বাতিল করা হয়েছে। স্বাভাবিক হয়েছে পায়রা বন্দরের কার্যক্রম। আজ সকালে থেকে নদী ও সমুদ্রে মাছ শিকারে নেমেছেন জেলেরা।

পায়রা বন্দরের সুপারেন্টডেন্ট লাইট এন্ড মুরিং এস এম ইমতিয়াজ ইসলাম জানান,বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যেহেতু পায়রা বন্দরের নিয়মিত অপারেশনাল কার্যক্রম নেই তাই রাজস্ব আয়ের কোন ক্ষতি এখানে হয়নি। তবে অবকাঠামোগত কিছু ক্ষয় ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসন সুত্র জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রায় ২ হাজার ৮১০টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৫৫ হাজার হেক্টর জমির রোপা আমান ও শীতকাীলন সবজি। এছাড়া ঝড়ের আঘাতে দুই লাখ গাছপালা,এক হাজার ৪৫৮টি গবাদি পশু ও হাস মুরগী ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় বেরী বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মির্জাগঞ্জ উপজেলার মাধাবখালী ইউনিয়নের রামপুরা গ্রামে বসত ঘরে চাপা পরে হামেদ ফকির(৬৫),কলাপাড়া উপজেলার ধানখালী আশ্রয় কেন্দ্রে সুফিয়া বেগম(৬৫) এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পরে বেল্লাল নামে এক জেলেসহ মোট তিন জন নিহত হয়েছেন।

আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার মোল্লা জানান, সাগরে মাছ ধরতে গিয়ে  এফবি ফেরদৌস, এফবি মা বাবার দোয়া

ও এফ বি রিপন খলিফা নামে ৩টি ট্রলারসহ ৪২ জন জেলে নিখোঁজ রয়েছে ।

পটুয়াখালী বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান,অভ্যন্তরীণ  ও ঢাকা-পটুয়াকালী রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতি ছাড়াই  বুলবুলকে মোকাবেলা করা গেছে। পটুয়াখালীর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়