শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিসিআইয়ের পূর্ণকালীন দায়িত্ব পাচ্ছেন সৌরভ

রাকিব উদ্দীন : বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে নানা ধরনের উদ্যোগ হাতে নিলেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটে নান ধরনের পরিবর্তন আনার পর এবার সংবিধান সংশোধনে মনোযোগ দিচ্ছেন তিনি। বিসিসিআইয়ের বর্তমান সংবিধান অনুযায়ী ১০ মাস প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন বলে উল্লেখ থাকলেও পূর্ণ ৩ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে সংবিধান পাল্টাতে পারেন ভারতীয় এ কিংবদন্তি।

আগামী এক ডিসেম্বর মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সভা। সেখানেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সৌরভের মেয়াদ কতদিনের। অবশ্য বোর্ড একটি সূত্র থেকে জানা যায়, আগামী তিন বছর সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট ও জয় শাহকে সেক্রেটারি পদে বহাল রাখার সুপারিশ করা হবে।

সূত্রটি জানায়, মুম্বাইয়ের সাধারণ সভার জন্য ভারতের সব রাজ্যের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নোটিশ দিয়েছেন জয় শাহ। সেই সভায় পুরোনো সংবিধান সংশোধন করে নতুন সংবিধান রচনা করা হবে বলে শোনা যাচ্ছে।

বোর্ডের নতুন সংবিধানে বলা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থা ও বোর্ড মিলিয়ে যে কোনো পদে টানা ছয় বছর থাকলে, পরেরবার আর বোর্ডের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সৌরভ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি ও সভাপতি পদে পাঁচ বছরেরও বেশি সময় কাটিয়ে বিসিসিআইর প্রেসিডেন্ট হয়েছেন। তাই তিনি ১০ মাসের বেশি বোর্ড সভাপতি পদে থাকতে পারবেন না। একই নিয়মে সচিব জয় শাহকেও পদ ছাড়তে হবে আগামী জুলাইয়ে।

নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন লাগে। সেই সমর্থন নিতে হয়তো সৌরভ-জয় জুটির সমস্যা হবে না। তবে এজিএমে সংবিধান সংশোধনের প্রস্তাব গৃহীত হলেও, দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়