শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৩ বিলিয়ন তেলসমৃদ্ধ নতুন খনির সন্ধান পেয়েছে ইরান, জানালেন রুহানি

সাইফুর রহমান : রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এনিয়ে প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে নতুন করে তেল ক্ষেত্রের সন্ধান পাওয়া নিঃসন্দেহে দেশটির রিজার্ভকে আরো সমৃদ্ধ করে তুলবে বলে প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইউরোপের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কঠিন সময়ের মধ্যে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা এলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়ন, বিবিসি, আল জাজিরা

ইরানের ইয়াজদ শহরে দেওয়া এক ভাষণে তেলের খনির সন্ধান পাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই খনির অবস্থান তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের দক্ষিণের খুজিস্তান প্রদেশে।ইরানের ১৫০ বিলিয়ন ব্যারেলের তেলের রিজার্ভের সঙ্গে আরো ৫৩ বিলিয়ন যোগ হতে যাচ্ছে।’ মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ইরানের তেল বিক্রির ওপর প্রতিনিয়ত নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন কিন্তু আমাদের শ্রমিক ও প্রকৌশলীরা আরো ৫৩ বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পেয়েছে।’

পৃথিবীর বৃহত্তম অপরিশোধিত তেল রিজার্ভের অধিকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থতম। একইসঙ্গে প্রাকৃতিক গ্যাস রিজার্ভের ক্ষেত্রেও দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। নতুন আবিস্কৃত খনিটি হতে যাচ্ছে ইরানের দ্বিতীয় বৃহত্তম। আহভাজ শহরে অবস্থিত দেশটির সর্ববৃহৎ খনিতে ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়