শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুরক্ষিত ছিলাম’, কৃতজ্ঞতা জানিয়ে এসপিজিকে চিঠি দিলেন সোনিয়া গান্ধী

রাশিদ রিয়াজ : গত ২৮ বছর ভারতের গান্ধী পরিবারকে সুরক্ষা দিয়েছে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। গান্ধী পরিবারের সেই সুরক্ষা প্রত্যাহার করে নেয়ার পর এসপিজিতে কর্মরতদের কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিলেন কংগ্রেস অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধী। এসপিজি ডিরেক্টর অরুণকুমার সিনহাকে লেখা চিঠিতে কংগ্রেস নেত্রী লিখেছেন, ‘গত ২৮ বছর ধরে প্রতিদিন পেশাদার মনোভাব, কাজের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা দেখিয়ে এসপিজি কমান্ডোরা আমাদের সুরক্ষা দিয়েছেন। এসপিজি কমান্ডোরা অনেক বেশি দক্ষতা ও দেশভক্তির মাধ্যমে নিজেদের কাজ করেছেন। আমি আশা করব আগামী দিনেও একই দায়বদ্ধতা ও পেশাদার মনোভাব দেখিয়ে নিজেদের কাজ করে যাবে এসপিজি।’ ইউপিএ চেয়ারপার্সন লিখেছেন, ‘ যেদিন থেকে আমাদের এসপিজি সুরক্ষা দেওয়া হয়েছিল, সেদিন থেকেই অনেক বেশি সুরক্ষিত বোধ করেছি। আমরা বুঝতে পেরেছি সব থেকে ভাল হাতে রয়েছি আমরা।’

মোদি সরকারের গান্ধী পরিবারের সুরক্ষায় থাকা এসপিজি প্রত্যাহারের সিদ্ধান্তে কংগ্রেস নেতারা আক্রমণে নেমেছিলেন। অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গান্ধী পরিবারের থেকে এসপিজি তুলে নেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল দলের কর্মীসমর্থকরা। দীর্ঘদিন ধরে কর্মরত এসপিজি কর্মীদের উদ্দেশে রাহুল টুইটারে লিখেছিলেন ,‘বছরের পর বছর আমার পরিবার এবং আমার নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করার জন্য এসপিজির সব ভাইবোনদের ধন্যবাদ। দীর্ঘ যাত্রাপথে পাশে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। অনেক কিছু শিখেছি। অনেক ভালবাসা পেয়েছি। আমার সৌভাগ্য যে আপনাদের সংসর্গে থাকার সুযোগ পেয়েছি। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ এদিন সোনিয়া ফের কৃতজ্ঞতা জানালেন। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকেই সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি সুরক্ষা বলয়ে থাকতেন। এখন জেড প্লাস নিরাপত্তা পাবেন তারা। আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়