শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অযোধ্যায় মসজিদ নির্মাণে মুসলিমদের সাহায্য করবে হিন্দুরা’

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শনিবার বহু বিতর্কিত এবং আলোচিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করল ভারতের সুপ্রিম কোর্ট। মামলা নিয়ে মুখ খুললেন ভারতীয় যোগগুরু বাবা রামদেব। তার কথায়, শীর্ষ আদালত ঐতিহাসিক ন্যায় বিচার করেছে। বাংলাদেশ প্রতিদিন

রামদেব সংবাদমাধ্যমকে বলেন, কোনও চাপ ও প্রভাব ছাড়াই সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ন্যায়বিচার দিয়েছে। রাম মন্দির নির্মিত হবে। মুসলিম পক্ষকে বিকল্প জমি বরাদ্দের সিদ্ধান্তকেও স্বাগত। আমি বিশ্বাস করি অযোধ্যায় মসজিদ নির্মাণে হিন্দুরা সহায়তা করবে।

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যে মন্দির হবে যথাস্থানেই। শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান হয় শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অযোধ্যা মামলার রায় ঘোষণা করা হবে। মামলার সঙ্গে জড়িত সকল পক্ষকে যথাসময়ে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।
এই মন্দির নির্মাণের জন্য গঠন করা হচ্ছে বিশেষ কমিটি। আগামী তিন মাসের মধ্যে সেই কমিটিকে মন্দির নির্মাণের রূপরেখা স্থির করতে হবে। সেই রূপরেখার উপরে ভিত্তি করেই নির্মাণ করা হবে রাম মন্দির। যার অর্থ আগামী বছরেই অযোধ্যায় শুরু হতে চলেছে রাম মন্দির। উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য অযোধ্যায় মসজিদ নির্মাণের কথাও বলেছে সুপ্রিম কোর্ট।

দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে অযোধ্যাতেই নির্মাণ করা হবে মসজিদ। তবে সেই মসজিদ অযোধ্যার বিতর্কিত জমিতে হচ্ছে না। অন্যত্র মসজিদের জন্য জমি প্রদান করা হবে মুসলিম সম্প্রদায়কে। এই মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত। মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারকে যাবতীয় সাহায্য করার কথাও বলেছে আদালত।

সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরিয়াব জিলানী এই রায় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই মামালা পুনর্বিবেচনার আবেদন জানাবে কিনা তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই বিষয়ে রামদেবকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন, রিভিউ পিটিশন দায়ের করার কোনও অর্থই নেই। সূত্র : কলকাতা টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়