শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্যকরী খেলা দেখিয়ে ভারতকে হারানো সম্ভব, বললেন ডোমিঙ্গো

রাকিব উদ্দীন : দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়ে সিরিজে এগিয়ে থাকলেও পরের ম্যাচে বড় ব্যবধানে হেরে সমতায় ফিরতে হয় টাইগারদের। তবে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ ব্যাটিং লাইনআপ ভালো করে ভারতকে সহজেই কাবু করতে পারবে বলে মনে করেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

শেষ ম্যাচ জিতলে ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় হবে বাংলাদেশের। কেননা এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি। বাংলাদেশ কোচ বিশ্বাস করেন তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশ ভালো খেলেই জিতবে। যেখানে ভারতের দুই সেরা পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবেনেশ্বর কুমার এই সিরিজে নেই।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো পজিশনে থেকেও ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। তবে যদি আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি ও কার্যকরী খেলা দেখাতে পারি তাহলে ভারতে যেকোনো সময় হারাতে পারবো।’

তিনি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই তাদের এই দলের বোলারদের অভিজ্ঞতার অভাব রয়েছে। আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি ও ম্যাচে সেরাটা দেখাতে পারি তবে তাদের বোলাররা চাপে পড়ে যাবে। তারা দুর্দান্ত দল, কিন্তু আমরা ভালো ব্যাটিং করলে তাদের বোলাররা চাপে পড়বেই।’

রোববার (১০ নভেম্বর) নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়