শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহ’র নেতৃত্বে ধোনিকে খুঁজে পান ইরফান

রাকিব উদ্দীন : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর অধিনায়কত্বে জয় পায় বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ে মাহমুদউল্লাহ’র নেতৃত্বকে প্রশংসায় ভাসালেন ভারতীয় অলরাউন্ডা ইরফান পাঠান। বাংলাদেশী এ অলরানউন্ডারের মাঝে মহেন্দ্র সিং ধোনির গুন খুঁজে পান বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়া এক সময়ের তারকা অলরাউন্ডার ইরফান বর্তমানে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেন। সেখানে তিনি বলেন, ‘যখন বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি জিতবেন, তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। আর ম্যাচে মাহমুদউল্লাহ কয়েকটি পরিবর্তন এনে দারুণ গুণাবলি প্রদর্শন করেছেন।’

ধোনির সঙ্গে মাহমুদউল্লাহ’র মিল দেখে ইরফান আরও বলেন, ‘মাহমুদউল্লাহ পাওয়ার প্লে’র পরে পার্টটাইম বোলারদের দিয়ে বোলিং করিয়েছেন। যেমনটি করতেন মহেন্দ্র সিং ধোনি।’

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারত-বাংলাদেশ লড়বে নাগপুরে। আর এ ম্যাচে বাংলাদেশকে জিততে হলে মুশফিকুর রহিমের ব্যাটিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে বলে মনে করেন ভারতের আরেক ক্রিকেটার হরভজন সিং।

তিনি বলেন, ‘মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। স্পিন ও পেস বোলিংয়ের বিরুদ্ধে তার খেলার দক্ষতা অসাধারণ। দলের জয়ে তাকে ও মাহমুদউল্লাহকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়