শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে পরাজয়’

নিউজ ডেস্ক : ঢাকা লিড ফেস্টের দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) বাংলা একাডমির আব্দুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল তার লেখা নতুন বই ‘দ্য অ্যানারকি: দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নিয়ে আলোচনা করেন।আলোচনার শুরুতেই তিনি বলেন, মুঘল সম্রাটদের শাসনকালে ভারতবর্ষে অনেক দেশ থেকে মানুষ এসে বাণিজ্যি করেন, যেমন ডাচ, ইংরেজ, পর্তুগিজ। ১৬০৮ সালের ১৮ আগস্ট ইংরেজরা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি নিয়ে প্রথম এই অঞ্চলে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি প্রথম বহুজাতিক ও পুঁজিবাদী কোম্পানি বলেও অভিহিত করেন।বাংলা ট্রিবিউন

ড্যালরিম্পলের মতে, মুঘল সম্রাটরা শাসন করার সময় ইংরেজকে বন্ধু হিসেবে গ্রহণ করার চেষ্টা করলেও ইংরেজরা কখনও বন্ধুসুলভ আচরণ করেনি। এ অঞ্চল ছিল তখন তাঁতশিল্পের জন্য জনপ্রিয়। ইংরেজরা এ অঞ্চল থেকে কাপড় নিয়ে যেতো আর এখানকার মানুষের কাছে চড়া দামে বিক্রি করতো অন্যান্য পণ্য। তখন ভারত, বাংলা, আফগানিস্তান এসব অঞ্চল থেকে ইংরেজরা প্রচুর সম্পদ নিয়ে গেছে লুট করে। সোনা, রুপা বা অন্য যে-সব মূল্যবান সম্পদ নিয়ে গেছে সেগুলোর জন্যই আজ ইংরেজরা এত অর্থবিত্তের মালিক বলে দাবি করেন ব্রিটিশ এই ইতিহাসবিদ।

তিনি বলেন, মুঘল রাজধানীগুলোর সঙ্গে যোগ ছিল ব্যবসায়ী, শিল্পী, কবি, অভিজাত, যোদ্ধা ও আলেমদের; অন্যদিকে ইংরেজরা শহরের বাইরে নীলচাষসহ তাঁতিদের ওপর নানাভাবে অত্যাচার করতো।

ড্যালরিম্পল সাফ কথা, অলস বাঙালিদের জন্যই পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেছেন। ইংরেজদেরও তার বিশ্বাস করা উচিত হয়নি।
তিনি বলেন, ইংরেজদের শিপিং ইন্ডাস্ট্রিও গড়ে ওঠে তখন ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করেই।

ড্যালরিম্পল জানান, ভারতীয় অঞ্চলে ইস্ট-ইন্ডিয়ার সম্প্রসারণ ও ইংরেজদের শাসন-শোষণই বিবৃত হয়েছে তার এই বইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়