শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপস করেননি বঙ্গবন্ধু বললেন শশী থারুর

বাংলাদেশ প্রতিদিন : ভারতীয় লেখক ও রাজনীতিবিদ শশী থারুর বলেছেন, বঙ্গবন্ধু কখনো কারও সঙ্গে আপস করেননি। বাংলা ও বাংলাদেশকে ভালোবেসেছেন সব সময়। একই সঙ্গে তিনি নেতা হিসেবে সবাইকে উৎসাহিত করতে পারতেন। ঢাকায় লিট ফেস্টের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার  বাংলা একাডেমিতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ মুজিব : আইকন অব পোস্টকলোনিয়াল লিবারেশন’ শীর্ষক সেশনের আলোচনায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শশী থারুর আরও বলেন, এক সময় যখন উর্দু নিয়ে চারদিকে মাতামাতি, তখন একদিন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সঙ্গে এক বৈঠকে অংশ নেন। এ সময় ইন্দিরা গান্ধী ইংরেজিতে বক্তব্য দেন। কিন্তু বঙ্গবন্ধু দাঁড়িয়ে বলেন, অন্য কোনো ভাষা নয়, শুধু বাংলা, বাংলা আর বাংলা। এতটাই তিনি বাংলাকে ভালোবেসেছিলেন।

আলোচনায় আরও অংশ নেন গবেষক ও অধ্যাপক আফসান চৌধুরী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল চৌধুরী। আফসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নিজে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন। এজন্য তিনি সাধারণ মধ্যবিত্তদের বিষয়গুলো ভালোভাবে বুঝতেন। একই সঙ্গে কোন বিষয়কে কীভাবে উপস্থাপন করতে হবে, তা তিনি খুব ভালোভাবে বুঝতেন, যা অন্য অনেক নেতা সেভাবে বুঝতেন না। এই জায়গা থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের একটি বড় সাপোর্ট পেয়েছেন বঙ্গবন্ধু এবং তা তিনি সফলভাবে ব্যবহার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়