শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:৪২ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিভিয়ায় এক নারী মেয়রকে মারধর করে চুল কেটে নিলো বিক্ষোভকারীরা

আসিফুজ্জামান পৃথিল : নিগৃহীত মেয়র প্যাট্রিসিয়া আর্ক সরকারী দলের রাজনীতির সঙ্গে জড়িত।দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।নির্যাতনের সময় তাকে লাল রঙ দিয়ে রঞ্জিত করা হয়।এক ঘণ্টা নীপিড়নের পর তাকে উদ্ধার করে পুলিশ। -এনডিটিভি

সরকারবিরোধী বিক্ষোভে লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন।ছোট শহর ভিনটোর একটি সেতু আটকে রেখেছিলো বিক্ষোভকারীরা। এসময় গুজব ছড়িয়ে পরে প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হাতে ২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। সঙ্গে সঙ্গেই ফুঁসে উঠে বিরোধীরা। এদের একটি অংশ রওনা দেয় টাউন হলের দিকে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিলো মেয়র বিরোধীদের বিরুদ্ধে সরকারি দলের কর্মীদের উস্কে দেয়ায় এই ২ জনের মৃত্যু ঘটে। পরে অবশ্য জানা যায় ২ জন নয়, একজন মারা গেছেন।

খুনি খুনি স্লোগান দিতে দিতে মুখোশধারী বিক্ষোভকারীরা মেয়রকে টেনে হিচরে খালি পায়ে রাস্তায় নিয়ে আসে। এসময় তাকে মারধরের সঙ্গে সঙ্গে গায়ে লাল রঙ মাখিয়ে দেয়া হয়। তারা তাকে হাটু মুড়ে বসতে বাধ্য করে এবং মাথার চুল কেটে নেয়। এসময় পদত্যাগপত্রে স্বাক্ষর করতেও বাধ্য করা হয় তাকে। প্রায় একঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তাকে উদ্ধার করে একটি স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়