শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৪১ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন টেস্টে প্রধানমন্ত্রীকে ‘গোলাপি’ শাল দেবে সিএবি

শিউলী আক্তার : আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের সঙ্গে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে নানান রকম আয়োজন করছে ভাতীয় ক্রিকেট বোর্ড। সেই ম্যাচ দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিন কে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। ঐতিহাসিক এই টেস্টকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

যেহেতু ম্যাচটি হবে গোলাপি বলে তাই আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘গোলাপি’ শাল উপহার দিতে চায় সিএবি। এমনই জানিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া।
শুধু হাসিনা নন, ভারত-বাংলাদেশের ঐতিহাসিক লড়াই প্রত্যক্ষ করার আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এছাড়া দিবা রাত্রির এই টেস্টকে স্মরণীয় করে রাখতে মাঠে থাকবেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ জীবিত প্রায় সব ভারতীয় অধিনায়ক। প্রথম টেস্ট খেলা টাইগার ক্রিকেটাররাও সেখানে উপস্থিত থাকবেন। থাকবেন নতুন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও।

২২ নভেম্বর ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করবেন শেখ হাসিনা। প্রথমদিনের খেলা শেষে হবে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, গাইবেন ভারতের শ্রেয়া ঘোষালও। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ প্রধানমন্ত্রীর হাতে বিশেষ নকশা করা শাল তুলে দেবে সিএবি, যাতে থাকবে গোলাপি আভা।

ইডেনের দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করতে চেষ্টার কোনো কমতি রাখতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আয়োজনের অংশ হিসেবে থাকছে রাজকীয় মধ্যাহ্নভোজও। ভারতীয় গণমাধ্যমগুলো বলেছে প্রধানমন্ত্রীর আপ্যায়নের মেন্যু, যেখানে ৫০ পদের খাবার থাকবে অতিথিদের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়