শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচসিআই প্রধান মাহমুদা খান মানবতার সেবায় জন্মভূমিতে

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : বাংলাদেশে জন্মগ্রহণকারী ও কানাডার রাজধানীতে বেড়ে ওঠা আন্তর্জাতিক দাতব্য সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) প্রধান মাহমুদা খান আর্তমানবতার সেবায় জন্মভূমিতে এক সফরে গেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন টরন্টোয় বসবাসকারী প্রতিষ্ঠানটির দুই পরিচালক ওসমান নুরানী ও ওভায়েস ইকবা। ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে গত চার দশকে এইচসিআই বিশ্বের ৪৬টি দেশে জরুরি সাহায্য ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে। বাংলাদেশে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা, পানীয়জল প্রকল্প ও জীবনধারণসহ নানাবিধ মানবিক প্রকল্পে তারা সহযোগিতা জোগাচ্ছেন। এমনকী সর্বদা তারাই প্রাকৃতিক দুর্যোগে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রথম সাহায্যের হাত বাড়িয়েছেন।

এছাড়া তাদের প্রকল্পের মাঝে রয়েছে বস্তির ২০০ শিশু গড়ে তোলা (সিএসপি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী প্রদান এবং ম্যাম’স ও ও সাহেরা হাসান মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতালে বিনামূল্যে রোগীর অস্ত্রোপাচার সেবা উল্লেখযোগ্য। এছাড়া গাজীপুরে নারী শিক্ষা প্রসার ও কারিগরী প্রশিক্ষণ এবং কুমিল্লা ও চট্টগ্রামে যুবকদের জন্য কম্পিউটার বিষয়ক আইটি ট্রেনিং এবং রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে খাদ্য-সামগ্রী সরবরাহ অন্যতম।

এইচসিআই-এর ওই তিন কর্মকর্তা বাংলাদেশে তাদের সেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি এনজিও ব্যুরো অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। উপরন্তু মাহমুদা ও নুরানী ১৮ নভেম্বর এইচসিআইয়ের সহস্ত নারী স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনীতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। আর্তমানবতার সেবায় দেশমাতৃকায় যাচ্ছেন তেমনটাই এই প্রতিনিধিকে বিনম্র আবেগে জানিয়েছেন এইচসিআই প্রধান মাহমুদা খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়