শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারের কাঠগড়ায় চার সম্পাদক

আসিফ কাজল : গত চার দিনে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও ইনকিলাব পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।এছাড়াও দেশের প্রথম অনলাইন পোর্টাল বিডিনিউজ ২৪ ডটকমের সম্পাদককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ফলে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন সংবাদপত্রের চারজন সম্পাদক।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো’ শিরোনামে কলাম প্রকাশিত হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পত্রিকার সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে মামলা করা হয়।মামলাটি করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর।

এদিকে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।৬ নভেম্বর বুধবার দুপুর ৩টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবরারের বাবা মো. মজিবুর রহমান।

অপরদিকে পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত সোমবার (৪ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।পরদিন গত মঙ্গলবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিডি নিউজ২৪ ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক তৌফিক ইমরোজ খালেদীর বক্তব্য জানতে চেয়েছে দুদক। আগামী ১১ নভেম্বর তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে করা মামলার জবানবন্দি অনুষ্ঠিত হয়।ওই দিনই মামলাটি খারিজ করেন আদালত। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়