শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালের মধ্যে ভোক্তারা ফাইভ-জির প্রতি আকৃষ্ট হবে, জিএসএম অ্যাসোসিয়েশনের গবেষণা

হাসনাত কুশল : ২০২৫ সালের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও কোরিয়া সারা বিশ্বের মধ্যে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কের সবচেয়ে বেশি ভোক্তা সংগ্রহ করতে পারবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে জিএসএম অ্যাসোসিয়েশন। তারা জানায়, এক্ষেত্রে  পিছিয়ে পড়বে ইউরোপ। তবে ফাইভ-জি প্রযুক্তিতে এখনই কারখানাগুলোতে রোবট, অত্যাধুনিক যন্ত্রপাতি ও সেন্সর যুক্ত হয়ে ব্যবসায়ের পরিসরকে বিস্তীর্ণ করেছে। খবর রয়টার্সের

জিএসএম অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগের প্রধান টিম হাট রয়টার্সকে জানান, চারটি দেশের এ প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে সারা বিশ্ব এ প্রযুক্তি ব্যবহার করবে। চীন, জাপান, কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই দেশগুলো ২০২৫ সালের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশি ভোক্তা সংগ্রহ করতে পারবে।দ্রুতগতিসম্পন্ন ফাইভ-জি নেটওয়ার্ক স্মার্টফোনে কোনো একটি ভিডিও অথবা মুভি এক সেকেন্ডের কম সময়ে ডাউনলোড করতে সক্ষম।

রয়টার্সকে সংস্থাটি জানায়, কোরিয়ায় ৬৬ শতাংশ মানুষের মোবাইলে ফাইভ-জির সংযোগ দেয়া হবে।এ সময় যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ ও জাপানে ৪৯ শতাংশ মানুষের মোবাইলে এ সংযোগ দেয়া হবে বলেও জানায় তারা।নিছক সংখ্যার খাতিরে সংস্থাটি জানায়, চীন ৬০ কোটি ফাইভ-জি সংযোগ দিতে চায়। সংস্থাটি অনুমান করছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ লোক ফাইভ-জি নেটওয়ার্কের মধ্যে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়