শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বন্দি বাগদাদীর স্ত্রী,জানিয়েছেন এরদোগান

সাইফুর রহমান : আইএস প্রধান বাগদাদীর বোনকে আটকের ঘোষনা দেয়ার একদিনের মাথায় এবার তার স্ত্রীকে আটকের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে বাগদাদী একটি টানেলে আত্মহত্যা করেছে। তারা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করেছে। কিš‘ আমরা প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা দিচ্ছে যে, আমরা তার স্ত্রীকে আটক করতে সক্ষম হয়েছি। একইভাবে সিরিয়ায় তার বোন এবং ভগ্নিপতিকেও আমরা আটক করেছি। ইয়ন,আল জাজিরা,সিএনএন

মঙ্গলবার তুরস্ক জানিয়েছে, তুর্কি বাহিনী সিরিয়ার সীমান্ত শহর আযাযে এক অভিযান চালিয়ে ৫ সন্তানসহ বাগদাদীর বোন ৬৫ বছর বয়সী রাসমিয়া আওয়াদকে আটক করেছে। মার্কিন ডেল্টাফোর্স কমান্ডোরা বাগদাদীর আস্তানায় প্রবেশ করলে বাগদাদী আত্মহত্যা করেন বলে আইএস জঙ্গিরা এক অডিও বার্তায় জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএস প্রধানের মৃত্যু সংবাদ ঘোষণা দেয়ার সময় দাবি করেন, মার্কিন সেনারা আইএসের সেকেন্ড ইন কমান্ডকেও হত্যা করেছে। এছাড়াও ওই অভিযানে জঙ্গি দলটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্যকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প ঠিক কাকে হত্যা করার কথা বলছেন তা স্পষ্ট করেননি। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে আইএসের মুখপাত্র এবং পদ¯’ ব্যক্তিত্ব আবু আল হাসান আল মুহাজিরের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
এসআর/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়