শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলে না থেকেও রাজকোটের মাঠে আছেন মাশরাফি

আক্তারুজ্জামান : ভারতের সৌরাষ্ট্র রাজ্যের একাডেমি মাঠটি দেখলে চোখ জুড়িয়ে যায়। যদিও মাঠটি কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। তবে ইন্টারনেট-টিভি আর বিভিন্ন প্রতিবেদনের তথ্য সেটাই জানাচ্ছে। শহর ছেড়ে দূরে প্রকৃতিঘেরা এক পরিবেশে তৈরি মাঠটি প্রথম দেখায় যে কারো মনে হবে এ যেনো লর্ডসের কোনো স্টেডিয়াম। এই মাঠেই বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- হঠাৎ দেখা মিললো মাশরাফি বিন মুর্তজার!

না, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ও দেশের ক্রিকেটের মহাতারকা টাইগারদের সঙ্গী হয়ে রাজকোটে আসেননি। তবে এখানে আছে তার স্মৃতি। স্মৃতিবিজড়িত বিভিন্ন উপাদানে সমৃদ্ধ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। যত্ন করে সাজিয়ে রাখা ৬০টি ক্রিকেট ব্যাট, তাতে বিভিন্ন ক্রিকেটারের স্বাক্ষর। আছে মাশরাফির স্বাক্ষরও। সূত্র : ক্রিকটাইম।

[caption id="attachment_1013218" align="aligncenter" width="604"] মাশরাফির নাম ও স্বাক্ষর সংবলিত তালিকার দেখা মিললো রাজকোটের আর্কাইভে। ছবি : ক্রিকটাইম।[/caption]

২০০৯ সালে খেলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেসময় তার অনেক সতীর্থের সাথে মাশরাফির নামটাও শোভা পাচ্ছে একটি ব্যাটে। নামের পাশে আছে কালো মার্কারে অঙ্কিত মাশরাফির স্বাক্ষরও। মাশরাফি কখনো সৌরাষ্ট্রে এসেছিলেন কি না জানা যায়নি, সেক্ষেত্রে হয়ত তার স্বাক্ষর সংগ্রহের পর কোনো সংগ্রাহক বা ভেন্যু কর্তৃপক্ষ যত্ন করে ব্যাটটিকে স্থান দিয়েছে স্টেডিয়ামের স্মৃতি-সংগ্রহশালায়।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলের সঙ্গে না থেকেও আছেন মাশরাফি। এ নিয়ে ভারতের অনেক মাশরাফি-ভক্তের কণ্ঠেই আক্ষেপ। দলেরও যদি আক্ষেপ থাকে দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে সাথে না পাওয়ার, সেটি হয়ত কিছুটা ঘুচে যাবে মাশরাফির স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট দেখে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়