শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল থেকে শিক্ষার্থীদের বের করতে প্রয়োজনে পুলিশ ব্যবহার করবে জাবি কর্তৃপক্ষ

অনলাইন রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করতে সাড়ে ৩টার পর প্রয়োজনে পুলিশ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।-বিডিনিউজ

বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশের পরও দুর্নীতির অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ চলার মধ্যে বুধবার দুপুরে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদ বলেন, সাড়ে ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

“তারপর তাদেরকে হল থেকে বের করে দিতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া হবে।”

উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে এক সপ্তাহ ক্যাম্পাস অচল করে রাখার পর ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার রাতে ক্যাম্পাসে উপাচার্যের বাড়ি ঘেরাও করে।

মঙ্গলবার সকালে উপাচার্য সমর্থক ওই বাড়িতে ঢুকতে আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়; দুপুরে ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাদের উপর চড়াও হয়। হামলায় আট শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হন।মারধরের ঘটনার পর উপাচার্য সমর্থক শিক্ষকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে যান।

পরে জরুরি সিন্ডিকেট সভায় বসে; সেখানে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের অনেকে হল ছেড়ে গেলেও আন্দোলনকারীরাসহ বেশ কিছু শিক্ষার্থী এখনো হল ছাড়েনি।

রাতে মেয়েদের হলগুলো থেকে ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে মিছিলে অংশ নিয়ে পরে তারা হলে ফিরে যায়। বুধবার সকালেও হল থেকে ছেলেমেয়েরা বেরিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এরপর দুপুরে প্রভোস্ট কমিটির সভা বসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়