শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির উদ্দেশ্যে মমতা, আবার আসিবো ফিরে

সালেহ্ বিপ্লব : এ বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয় বিজেপি। তৃণমূল কংগ্রেস পায় ২২টি আসন। ক্ষমতাসীনদের থেকে মাত্র ৪ আসনে পিছিয়ে থাকা বিজেপি তখন থেকেই দাবি করছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গে তারাই ক্ষমতায় আসবে। এই প্রেক্ষাপটে গতকাল মমতা বললেন, ২০২১ সালে তার দলই রাজ্যের ক্ষমতা ধরে রাখবে। এনডিটিভি বাংলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয় বার রাজ্যের ক্ষমতায় আসার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, যারা বলছে ২০২১ সালে আমাদের সরকারকে মুছে ফেলবে, তারা অপকর্মে নিজেদের কথা বলার অধিকার হারিয়েছে। তারা ভোটারদের ক্রোধের শিকার হবে। আমি আবারও ফিরে আসবো এবং ২০২১ সালে আপনাদের সঙ্গে কথা বলবো।
মমতার এই বক্তব্য মূলত বিজেপির আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মুছে ফেলার স্লোগানের জবাব।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে হরিয়ানা ও মহারাষ্ট্রে এককভাবে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। বরং বিরোধীরা আগের থেকে ভালো ফল করেছে। এরপরই মমতা কথা বললেন আগামী নির্বাচন নিয়ে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা ইতিহাস বদলানোর চেষ্টা করে তাদের আমরা নিন্দা করি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষের গোপনীয়তা ভঙ্গ করার যে কোনও প্রয়াসের আমরা বিরোধিতা করবো। ব্যাংক বন্ধ করার পদক্ষেপের বিরুদ্ধেও আমরা লড়বো।
এসবি/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়